ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের ঘটনায়’ অভিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেয়ার তথ্য দিয়েছে।
আলোচিত ‘কে বি কনভেনশন হল কান্ডে’ এ নিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ জুলাই ভাটারা থানায় পুলিশের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এই বৈঠক করার অভিযোগ আনা হয়।
বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম অভিযোগের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানাও সম্ভব হয়নি।
অভিযুক্ত মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী।
