ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে সই করেন। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে।ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।

তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।

মার্কিন এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে। আমরা ২৫ শতাংশে স্থির হয়েছিলাম। কিন্তু আমি মনে করি, পরবর্তী ২৪ ঘণ্টায় আমি তা অনেকটা বাড়িয়ে দেব। কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে।’’

এর আগে, গত ৩০ জুলাই ভারতকে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্তি আরও শুল্কও গুণতে হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।