জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। তবে, ফাইনালের আগেই আবার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-সাউথ আফ্রিকা। সেখানে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।
সিরিজের অষ্টম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুবারা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৭ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। সানজিদ মজুমদার নেন ৪ উইকেট। জবাবে, সামিউন বাসিরের অলরাউন্ড নৈপুণ্যে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। লক্ষ্য তাড়ায় মাত্র ২০.৩ ওভার ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুব টাইগাররা।
জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দলসহ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার যুবারা ত্রিদেশীয় সিরিজ খেলছে। প্রতিটি দল পরস্পর মুখোমুখি হচ্ছে তিনবার করে। আজ (বুধবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। তাদের পক্ষে ব্যান্ডাইল এমবাথা সর্বোচ্চ ৩৯ ও পল জেমস ৩৩ রান করেন। তবে বোলিং তোপে প্রোটিয়ারা ৩৭.২ ওভারেই গুটিয়ে যায় ১৪৭ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুতেই জাওয়াদ আবরারকে ৩ রানে হারায় বাংলাদেশ। এরপর একের পর এক ব্যাটিং ব্যর্থতায় ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যুবারা। তবে ৮০ রানের জুটি গড়ে বাকি সময় আর ভাবনায় ফেলতে দেননি সামিউন বাসির ও মোহাম্মদ আব্দুল্লাহ।
