গাজায় অনাহার-অপুষ্টিতে মৃত্যু বাড়ছেই

গাজায় অব্যাহত ইসরাইলি সেনাবাহিনীর হামলায় আরো ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যারমধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ৪৯ জন।

এছাড়া ইসরাইল আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা বন্ধ করে দেওয়ায় অনহারে তিন জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে দুইজনই শিশু। এনিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর অনাহারে মারা গেলো ১শ’৬২ জন।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী গাজায় সীমিত পরিসরে বিমান থেকে সাহায্য প্রদানে তিনটি ইউরোপীয় দেশকে অনুমতি দিয়েছে। তবে, গাজায় বিমান থেকে ত্রাণ ফেলা ব্যয়বহুল ও বিপদজ্জনক উল্লেখ করে জাতিসংঘ গাজায় ইসরাইলকে নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে।

ইয়েমেনের হুতিরা তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করছে। তবে, ইসরাইলি সেনাবাহিনী সেটিকে প্রতিহতের দাবি জানিয়েছে।