শুধু ক্রিকেট নয়, সব মিলিয়েই বাংলাদেশের সেরা ক্রীড়াবিদদের ছোট তালিকায় অনায়াসে ঢুকে যাবেন মুশফিকুর রহিম। প্রতিভার প্রতি সুবিচার না করলেও, পঞ্চপাণ্ডব পরবর্তী ক্রিকেটে টাইগারদের ভরসা লিটন দাস।
ক্রিকেটের রেকর্ডের তালিকা আবার এক জায়গায় মিলিয়ে দিয়েছে এই দুই তারকাকে।
মুশফিকুর রহিম ও লিটন দাস ব্যাট হাতে এমন নজির রেখেছেন, যা টেস্ট ক্রিকেটে আর কোন জুটি টপকাতে পারেনি। ২০২২ সালে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে এই কীর্তি গড়েন মুশফিক-লিটন।
সেই ম্যাচে মুশফিকুর রহিম ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করেন। অন্য পাশে লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪১ রান। অর্থাৎ ২ জন মিলে এক ইনিংসে সংগ্রহ করেছেন ৩১৬ রান।
লিটন-মুশফিকের ব্যাটে ভর করে বাংলাদেশ সেই ইনিংসে সংগ্রহ করে ৩৬৫ রান। সে হিসেবে দলের মোট সংগ্রহের ৮৬ দশমিক ৫৮ শতাংশ রানই আসে এই দুই তারকার ব্যাট থেকে। এখানেই তৈরি হয়েছে রেকর্ড।
দলীয় সংগ্রহের মধ্যে ২ জনের সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় এটিই রয়েছে এক নম্বরে। সম্প্রতি ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জেমি স্মিথ এই তালিকার কাছাকাছি গিয়ে বিষয়টি আলোচনায় এনেছেন।
ভারতের বিপক্ষে এজবাস্টনে ২য় টেস্টে এই ২ ব্যাটসম্যান মিলে দলীয় মোট রানের ৮৪ দশমিক ০৩ শতাংশ রান সংগ্রহ করেছেন। যা রেকর্ডের তালিকায় আছে ৪ নম্বরে।
এককভাবে দলের সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যানের অধীনে। ১৮৭৭ সালে মেলবোর্ন টেস্টে তিনি করেছিলেন ১৬৫ রান। এটি ছিল দলীয় মোট ২৪৫ রানের ৬৭ দশমিক ৩৪ শতাংশ।