স্পেনকে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেছে ইংল্যান্ড।
এটিই বিদেশের মাটিতে ফুটবলে ইংলিশদের প্রথম বড় কোন শিরোপা জয়।
নারী ইউরো কাপের ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে হেরে যায় হট ফেভারিট স্প্যানিশরা।
২৫ মিনিটে ম্যারিওনা কাল্ডেন্টির গোলে এগিয়ে যায় যায় স্পেন। পিছিয়ে থেকে প্রথমার্ধ্ব শেষ করা স্প্যানিশরা দ্বিতীয়ার্ধ্বে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয় নি।
৫৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান রুস্সো। এরপর আর কোন দলই গোলের দেখা পায় নি।
অতিরিক্ত সময় শেষে পেনাল্টিতে গড়ায় ফাইনাল ম্যাচ।
ইংলিশ গোলকিপার হান্নাহ হ্যাম্পটন দুটি পেনাল্টি ঠেকিয়ে ফাইনাল হিরোর তকমা পেয়ে গেছেন।
পেনাল্টিতে ইংল্যান্ড ম্যাচ জিতেছে ৩-১ গোলে।