বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির ঘটনায় কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মকে ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান ইনামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ তিন নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাসহ পাঁচজন গ্রেপ্তার হওয়ার পরদিন এই সিদ্ধান্ত জানাল সংগঠনটি।