গোপালগঞ্জে সংঘর্ষ: ১২ মামলায় ১০ হাজার আসামি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নতুন করে আরও একটি হত্যা মামলা হয়েছে।

শনিবার সদর থানায় মামলাটি করেছেন গুলিতে নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এ নিয়ে গোপালগঞ্জের ঘটনায় মোট ১২টি মামলা হল, এসব মামলায় আসামি করা হয়েছে ১০ হাজার ১৮৭ জন।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ৫ জন মারা যান।

এ ঘটনায় গোপালগঞ্জের ৪টি থানায় সন্ত্রাস দমন আইনে ৬টি, হত্যার অভিযোগে ৫টি ও বিশেস ক্ষমতা আইনে ১টি মামলা হয়েছে।

এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩২৫ জনকে।