গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নতুন করে আরও একটি হত্যা মামলা হয়েছে।
শনিবার সদর থানায় মামলাটি করেছেন গুলিতে নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এ নিয়ে গোপালগঞ্জের ঘটনায় মোট ১২টি মামলা হল, এসব মামলায় আসামি করা হয়েছে ১০ হাজার ১৮৭ জন।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ৫ জন মারা যান।
এ ঘটনায় গোপালগঞ্জের ৪টি থানায় সন্ত্রাস দমন আইনে ৬টি, হত্যার অভিযোগে ৫টি ও বিশেস ক্ষমতা আইনে ১টি মামলা হয়েছে।
এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩২৫ জনকে।