আর্জেন্টিনার খেলা হলেই মাঝমাঠের নিয়মিত মুখ রদ্রিগো ডি পল। মেসিকে রক্ষা করা বা ম্যাচের যে কোনো মুহুর্তে পাশে থাকায় পেয়েছিলেন মেসির বডিগার্ড খেতাব। এতদিন স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেললেও এবার যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে খেলবেন মেসির ক্লাব ইন্টার মিয়ামির হয়ে।
ডি পলের সাথে অবশ্য সরাসরি চুক্তি করেনি ইন্টার মিয়ামি। প্রথমে ধারে বিশ্বজয়ী মেসির সাথে খেলার পর তাকে কেনার সুযোগও রেখেছে তার বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামি আনুষ্ঠানিকভাবে ডি পলকে নিয়ে এ তথ্য জানিয়েছে।
ডি পলকে দলে আনতে পারায় দারুণ খুশি মিয়ামির মালিকদের একজন ডেভিড বেকহ্যাম, তিনি জানিয়েছেন ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড় যাকে আমি অনেক বছর থেকে পছন্দ করি। একজন দলনেতা হিসেবে দলের জন্য সে অনেক কিছু এনেছে, বিশেষত তার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে।’
‘আমাদের দল এবং শহরে সে সে অভিজ্ঞতা, প্যাশন এবং দক্ষতা ও গুণ নিয়ে আসবেন। আমি দারুণ খুশি আরেকজন বিশ্বচ্যাম্পিয়নকে শুধু ইন্টার মিয়ামিতেই নয় মেজর লিগ সকারে আনতে পেরে।’
ডি পলের ক্লাব ছেড়ে যাওয়ার বিষয়টি প্রথমে অ্যাটলেটিকো মাদ্রিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে। পরে ইন্টার মিয়ামি আনুষ্ঠানিকভাবে এ তারকার আসার বিষয়টি নিশ্চিত করে। অ্যাটলেটিকো মাদ্রিদে চার মৌসুম কাটিয়েছেন পল।
লা-লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের ক্লাব থেকে রদ্রিগো ডে পলের ব্যক্তিগত ও পেশাদার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।’ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তার জন্য মিয়ামিকে ১৭ মিলিয়ন মার্কিন ডলার গুনতে হবে।