সেঞ্চুরি হলো না ডাকেট-ক্রোলির, দ্বিতীয় দিন শেষে এগিয়ে ইংল্যান্ড

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও আউট হয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রোলি। দ্বিতীয় দিন শেষে ২২৫ রান তুলতে পেরেছে ইংল্যান্ড।

১০০ খেলে ৯৪ করে আউট হয়েছেন ডাকেট, আর ক্রোলি আউট হয়েছেন ৮৪ রানে। তৃতীয় দিন সকালে ওলি পোপ ২২ আর জো রুট ১১ রানে দিনের খেলা শুরু করবেন।  

অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে সফরকারী ভারত অলআউট হয়েছে ৩৫৮ রানে। তৃতীয় দিন সকালে ১৩৩ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে বেন স্টোকসের দল।

একটি করে উইকেট নিয়েছেন ভারতের দুই বোলার আনশুল কম্বোজ ও রবীন্দ্র জাদেজা।

ম্যানচেস্টার টেস্টে গতকাল টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডে অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ৩৫৮ রান তুলেছে ভারত। ইনিংসের সর্বোচ্চ রান এসেছে বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন থেকে, ৬১ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেছেন ওপেনার যশ্বী জয়সওয়াল। এছাড়া চোট পাওয়া রিশভ পান্ট ৫৪ এবং শার্দুল ঠাকুর ৪১ রান ৪১ করেন।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার বেন স্টোকস, ৭২ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। তিনটি নেন জফরা আর্চার। এছাড়া একটি করে উইকেট নেন লিয়াম ডসন ও ক্রিস ওকস। পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।