কম্বোডিয়ার হামলায় থাইল্যান্ডে ১২ জন নিহত

থাইল্যান্ড ও কম্বোয়িার মধ্যে সিমান্ত বিরোধ নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ভারী অস্ত্রের ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে।

গোলাগুলিতে বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১২ জন নিহত ও সেনাসহ বেশ কয়েকজন থাই বেসমারিক নাগরিক আহত হয়েছে।

ঘটনায় থাইল্যান্ডের সীমান্ত প্রদেশ সুরিনের ফানম ডঙ রাক বিভাগের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নারুমোন পিনোসিনাওয়াত।

জানা যায়, কম্বোডিয়ার সেনারা উত্তর-পশ্চিম কম্বোডিয়ার অদ্দার মিনচেই প্রদেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ তা মোয়ান থম মন্দিরের কাছে সীমান্ত এলাকায় প্রথমে গুলি চালায়। তার পর থেকে সেখানে তীব্র লড়াই চলে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, থাইল্যান্ডই প্রথম হামলা চালিয়েছিল। পরে কম্বোডীয় সেনারা আত্মরক্ষায় পাল্টা জবাব দেয়।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, সীমান্ত এলাকায় কম্বোডীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তারা একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। কম্বোডিয়ায় থাই দূতাবাস জানায়, সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী ও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তারা থাই নাগরিকদের যত দ্রুত সম্ভব কম্বোডিয়া ত্যাগের পরামর্শ দিয়েছে।

থাইল্যান্ড সীমান্তবর্তী ৮৬টি গ্রামের প্রায় ৪০ হাজার থাই বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।