Ind vs eng: রক্তাক্ত প্যান্ট মাঠ ছাড়লেন অ্যাম্বুলেন্সে

ক্রিকেট মাঠ আবার রক্তক্ষরণের দৃশ্য দেখলো। এবার পেস বলে ছোবল মেরেছে ঋষভ প্যান্টের পায়ে।

ম্যানচেস্টারে ভারত ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করার সময় ভয়াবহ এ ঘটনা ঘটে।

ক্রিস ওকসের একটি বল রিভার্স সুইপ করতে গিয়ে সরাসরি পায়ের ওপর আঘাত পান প্যান্ট।

মুহূর্তেই ব্যথায় কাতরাতে থাকেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার, এসময় তার ডান পায়ে রক্তও বের হতে শুরু করে।

চোট পাওয়ার পর প্যান্ট আর হাঁটতেও পারছিলেন না। ফলে মাঠে অ্যাম্বুলেন্স ডেকে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

এর আগে ব্যাট হাতে ৪৮ বলে ৩৭ রান করেন তিনি।

এই সিরিজে এটি তার দ্বিতীয় ইনজুরি। এর আগে তৃতীয় টেস্টে কিপিংয়ের সময় আঙুলে ব্যথা পান, যার ফলে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে গ্লাভস হাতে নিতে পারেননি তিনি।

সিরিজে এখন পর্যন্ত ৬ ইনিংসে প্যান্ট করেছেন ৪২৫ রান, গড় ৭০.৮৩। ইতিমধ্যে করেছেন দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি; সর্বোচ্চ ইনিংস ১৩৪।

সিরিজের প্রথম টেস্টেই দুটি শতক তুলে নিয়েছিলেন তিনি, যা কোনো ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের জন্য প্রথম ঘটনা।

এই পারফরম্যান্সে প্যান্ট ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনিকেও। ইংল্যান্ডে কোনো ভারতীয় কিপারের সর্বোচ্চ রান, টেস্টে সবচেয়ে বেশি শতক করা উইকেটরক্ষক- সবই এখন তার দখলে।