দাবানলে পুড়ছে তুরস্ক, অন্তত ১০ জনের মৃত্যু

দাবানলে তুরস্কে অন্তত ১০ জন মারা গেছেন। আহত অবস্থায় আরও ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতরা তুরস্কের মধ্য এসকিসেহির প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

হঠাৎ বাতাসের গতিপথ পাল্টে যাওয়ায় তারা আগুনের ভিতর আটকা পড়ে যান।

নিহতদের মধ্যে ৫ জন বনরক্ষী ও ৫ জন উদ্ধারকর্মী রয়েছেন।

মঙ্গলবার সকালে প্রথম প্রদেশটিতে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। ২ দিনে দাবানলের আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে।

তুরস্কের অন্তত ৫টি এলাকা এখন দাবানলে পুড়ছে।

গত কয়েকদিন ধরেই দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া অসহনীয় গরমের ভোগান্তি সহ্য করতে হয়েছে। দাবানলের কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

চলতি মৌসুমে তুরস্কে শতাধিক দাবানলের ঘটনা ঘটেছে। এতে ১ড় হাজারের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন।