কোটা আন্দোলন ভাতা মাসে ১৪ কোটি

বাংলাদেশে কোটা আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের প্রতি মাসে ভাতা দিবে সরকার।

দেশটিতে গত বছরের জুলাইয়ে শুরু হওয়া কোটা আন্দোলন রক্তক্ষয়ী রুপ নেয়ার একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা দেশটির মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও তাদের পরিবারের জন্য চাকরিসহ অন্যান্য সরকারি সুবিধার বিষয়ে প্রশ্ন তুলে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারও কোটা আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের জন্য রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করছে।

এরই ধারাবাহিকতায় আন্দোলনকারীদের জন্য ভাতা প্রদানের সিদ্ধান্ত এল।

সোমবার ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, এজন্য প্রতি মাসে সরকারের ব্যয় হবে ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা।