২০২৩ সালে ভাইরাল হয়ে দেশে-বিদেশে পরিচিতি পেয়ে যান কুষ্টিয়ার রবিজুল ইসলাম।
৭ বিয়ে করে আলোচিত রবিজুলকে রোববার ‘গুরুতর’ অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, রবিজুল আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত; তার বিরুদ্ধে অন্তত ৬টি মামলা রয়েছে।
রবিজুল প্রায় ১৫ বছর লিবিয়ায় থেকে দেশে ফিরে আসেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের তথ্য অনুযায়ী, লিবিয়ায় থাকার সময় থেকেই কুষ্টিয়ার তরুণদের দেশটিতে নেয়ার সঙ্গে জড়িত হন রবিজুল।
দেশে ফিরেও তরুণদের লিবিয়ায় পাঠানোর সঙ্গে জড়িত থাকেন তিনি।
পুলিশের দাবি, রবিজুল বিদেশে লোক পাঠানোর একটি চক্রের সদস্য। যারায় ভালো চাকরির আশ্বাস দিয়ে কুষ্টিয়া অঞ্চলের তরুণদের লিবিয়া পাঠাতেন।
এরপর সেখানে খারাপ অবস্থায় পড়া তরুণদের ভিডিও দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে আবার মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
রবিজুলকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের বের করার আশা করছে পুলিশ।
রবিউলের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।