স্মার্টফোন এখন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি।
কথা বলা ছাড়াও ফেসবুক-ইউটিউব চালানো, ভিডিও কল দেয়াসহ নানা কাজের কেন্দ্র হয়ে ওঠছে মোবাইল।
ফলে এখন হাতে হাতে স্মার্টফোনের দেখা মিলছে।
কিন্তু স্মার্টফোন কিনতে গেলে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে বাজেট। একটু ভালো ফিচারের ফোন কিন্তু গেলেই মোটা অংকের টাকা খরচ করতে হচ্ছে।
এর মধ্যেও কম বাজেটে ভালো কিছু স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। যেগুলো সাধ্যের মধ্যে আপনাকে তুলনামূলক ভালো সেবা দিবে।
কম বাজেটে সেরা মোবাইল
নীচে থাকছে কম বাজেটে সেরা স্মার্টফোনের খোঁজখবর।
২০ হাজার টাকা বাজেটে কোন মোবাইল কেনা যাবে- এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। আজকের আয়োজনে ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনের তালিকা থাকছে।
Samsung
বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন মানেই স্যামসাং। দীর্ঘদিন ব্যবহার করা, স্মুথ পারফরম্যান্স আর মোটামুটি মানের ক্যামেরা- কম টাকার মধ্যেও স্যামস্যাং মোবাইল এসব সুবিধা দিচ্ছে।
২০ হাজার টাকার মধ্যেও স্যামসাংয়ের কয়েকটি মডেলের স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।
Galaxy A16: গ্যালাক্সি A16 মডেলের ৬/১২৮ জিবি মোবাইলটি কিনতে পারবেন ১৮ হাজার টাকায়।
Galaxy M35: এক বছর আগে মার্কেটে আসা এই মডেলের ফোনের ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে। এই সিরিজের সবশেষ ফোনটি (M36) কয়েক মাস আগেই বাজারে এসেছে।
সে কারণে এখন বেশ কম দামেই M35 মোবাইলটি কেনা যাচ্ছে। ৬/১২৮ জিবি স্মার্টফোনটি কেনা যাবে ২০ হাজার টাকায়।
স্যামসাংয়ের অন্যান্য সার্ভিসের সঙ্গে এর ক্যামেরাও পাবেন বেশ ভালো। ফলে কম টাকায় স্যামসাং মোবাইল কিনতে চাইলে M35 হতে পারে আপনার প্রথম পছন্দ।
এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজে ইচ্ছেমত ব্যবহারের জন্য আরও কম টাকায় স্যামসাংয়ের কয়েকটি ফোন পাবেন।
এর মধ্যে Galaxy A05 6/128 জিবি সাড়ে ১২ হাজার টাকা, Galaxy M05 4/64 জিবি ১১ হাজার টাকা ও Galaxy A06 6/128 জিবি ১৪ হাজার টাকায় কিনতে পারবেন।
Xiaomi
শাওমি সবসময়ই কম বাজেটে ভালো মোবাইল নিয়ে আসছে গ্রাহকদের সামনে।
২০ হাজার টাকার মধ্যে এই কোম্পানির বেশ কিছু স্মার্টফোন পাবেন।
এর মধ্যে Note 12 5G 8/256 জিবি ১৬ হাজার টাকা, Note 14 8/256 জিবি ১৯ হাজার টাকা ও Note 12 5G 6/128 জিবি ১৪ হাজার টাকায় পাবেন।
এছাড়া Redmi 14C 8/256 জিবি ১৩ হাজার টাকা, Redmi 13 8/256 জিবি ১৫ হাজার টাকা, Redmi 14C 6/128 জিবি ১২ হাজার টাকা, Redmi 13 6/128 জিবি ১৫ হাজার টাকা ও Note 13 5G 8/256 জিবি ১৯ হাজার টাকায় কিনতে পারবেন।
কম টাকায় শাওমির ফোন কিনতে চাইলে Note 13 বা Note 14 আপনার জন্য ভালো পছন্দ হতে পারে।
Realme
মোবাইলের বাজারে আরেক জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। ২০ হাজার টাকায় রিয়েলমির দুর্দান্ত পারফরম্যান্সের কয়েকটি ফোন পেয়ে যাবেন।
এর মধ্যে Narzo 80X 6/128 জিবি ১৯ হাজার ও 8/128 জিবি ২০ হাজার টাকায় কিনতে পারবেন।
Realme C75 8/128 জিবি ১৮ হাজার টাকা, Realme C75x 6/128 জিবি ১৬ হাজার টাকা, Realme C75 8/256 জিবি ২১ হাজার টাকা, Realme C63 6 /128 জিবি ১৫ হাজার টাকা ও Realme Note 60 4/128 জিবি ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কম টাকায় রিয়েলমির ফোনের মধ্যে Narzo 80x ও Realme c75 সিরিজের ফোনগুলো বিবেচনা করতে পারেন।
Poco
বাজারের আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো poco. কম টাকায় ভালোমানের ফোন দিয়ে দ্রুত এই কোম্পানিটি নিজের অবস্থান তৈরি করে নিয়েছে।
২০ হাজার টাকার মধ্যে পোকোর ৩টি স্মার্টফোন পাবেন।
এর মধ্যে, PoCo M7 5G 6/128 জিবি ১৫ হাজার টাকা, PoCo M7 5G 8/128 জিবি ১৭ হাজার টাকা ও PoCo M7 pro 5G 6/128 জিবি ২০ হাজার টাকায় কিনতে পারবেন।
Motorola
দ্রুত যেসব মোবাইল কোম্পানি জনপ্রিয় হয়েছে, তার একটি মটোরোলা।
২০ টাকার মধ্যে মটোরোলার ৪টি মডেলের স্মার্টফোন পাওয়া যাবে।
Motorola G45 8/128 জিবি ১৭ হাজার টাকা, Motorolla G05 4/64 জিবি ১১ হাজার টাকা, Motorola G35 4/128 জিবি ১৫ হাজার টাকা, Moto G24 power 8/256 জিবি ১৮ হাজার টাকায় বিক্রী হচ্ছে।
Iqoo
Iqoo Z10x 5G 6/128 জিবি ২০ হাজার টাকায়, iqoo Z9X 6/128 জিবি ১৮ হাজার টাকায় ও iqoo Z9X 8/128 জিবি ১৯ হাজার টাকায় পাওয়া যাবে।
এছাড়া Honor X6b 7/128 জিবি ১৩ হাজার টাকা, Oneplus N30 SE 4/128 জিবি ১৬ হাজার টাকা ও infinix Hot 50 pro 8/128 জিবি ১৭ হাজার টাকায় কেনা যাবে।
(দোকানভেদে কোন কোন মোবাইলের দাম কিছুটা কম-বেশি হতে পারে। স্মার্টফোনের দাম প্রায় ক্ষেত্রেই সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে, তাই কেনার আগে যাচাই করে নিন।)