তারুণ্যের শক্তিকে থামানো যাবে না: নাহিদ

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে দলের সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বাধা দিলে বাধবে লড়াই। আর তারুণ্যের শক্তিকে বাধা দিয়ে থামানো যাবে না। আজ রোববার রাত ৮টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এর অংশ হিসেবে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি। গত বছরের ১৮ জুলাই বহদ্দারহাটে আন্দোলন চলাকালে পাঁচজন শহীদ হন। বহদ্দারহাট হয়ে উঠেছিল প্রতিরোধের কেন্দ্র। এ কারণে সেই বহদ্দারহাট এলাকা থেকেই চট্টগ্রামের পদযাত্রা শুরু করা হয়।

বহদ্দারহাট থেকে মুরাদপুর, ষোলশহর হয়ে পদযাত্রা এসে থামে বিপ্লব উদ্যানে।

সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। নানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করবে।’