জবিতে জুলাই আন্দোলন নিয়ে আলোচনা

কামরুল হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

রোববার ‘জুলাই শেষ হয়নি’ শিরোনামে এর আয়োজন করে ‘চিন্তক’।

বেলা ৩ টার দিকে স্কুল শিক্ষার্থীদের আবৃত্তি ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন আইনজীবী মানজুর আল মতিন।