আওয়ামী লীগের ৪ সহযোগী সংগঠনের ডাকা হরতালের আগের রাতে ঢাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে।
ঢাকার মিরপুরের এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এর সঙ্গে হরতালের কোন যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাত পৌঁণে ৮টার দিকে মিরপুর-১২ নম্বরে বিকল্প পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার কারণ জানাতে পারেননি।
বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে পল্লবী থানা পুলিশ।
এদিকে রোববার দেশজুড়ে হরতাল ডেকেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ।
বাংলাদেশে হরতালের আগে বাসে আগুন ধরানো বহু বছরের পুরনো একটি সংস্কৃতি।