সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত রয়েছে। আজ গ্রুপে পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কা ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে আছে বাংলাদেশ।
আজ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে নেপাল। এতে পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে দুই দলের সমান ১৫ পয়েন্ট হবে। তখন হেড টু হেডে দুই দলের মধ্যকার দুই ম্যাচের গোল বিবেচনায় আসবে। সেখানওে সমতা থাকলে খেলা গড়াবে টাইব্রেকারে। স্বাগতিক বাংলাদেশ নেপালের বিপক্ষে ড্র করলে আর এত সমীকরণ প্রয়োজন হবে না। তখন ৬ ম্যাচ শেষে বাংলাদেশ ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৯-১ গোলে জিতেছিল বাংলাদেশ। আজ সেই তুলনায় কম গোল হলেও স্বাগতিক দল অনেক সুযোগ মিস করেছে। প্রতিপক্ষ গোলরক্ষক অসাধারণ কয়েকটি সেভ করায় স্কোরলাইন বেশি বড় হয়নি।
আজকের ম্যাচের প্রথম গোল আসে ২৫ মিনিটে। কানন রানী বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন। ১৩ মিনিট পর সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। ইনজুরি সময়ে পূজা দাসের গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইন নিয়ে খেলার হাফ টাইম শেষ করে বাঘিনীরা।
দ্বিতীয়ার্ধে পূজা বিশ্বাসের গোলেই বাংলাদেশ আবার লিড বাড়ায়। ৮৬ মিনিটে শ্রীমতি তৃষ্ণা রাণী গোলের দেখা পান। লঙ্কান গোলরক্ষক ম্যাচে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন। তাকে শেষ মুহুর্তে উঠিয়ে নেন কোচ। নতুন গোলরক্ষকও এক গোল হজম করেছে। ইনজুরি সময়ে বক্সে হ্যান্ডবল হলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পরে বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার পেনাল্টি থেকে গোল করলে ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।