বসন্তের চেরি ফুল কিংবা শরতের রঙিন পাতা- প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে বিশ্বের সবচেয়ে প্রিয় ভ্রমণ স্থান হয়ে ওঠছে জাপান।
চলতি বছরের প্রথম ৬ মাসে জাপানে ভ্রমণ করেছেন রেকর্ড ২ কোটি ১৫ লাখ পর্যটক।
গত বছরের তুলনায় এবার দেশটিতে ২১ শতাংশ পর্যটক বেড়েছে, এত দ্রুত হারে পর্যটক বাড়ার রেকর্ড আর কোন দেশের নেই।
শুধু জুন মাসেই দেশটিতে গিয়েছেন ৩৪ লাখ পর্যটক।
জাপানে এখন চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্র ও জার্মানির পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জাপান সরকার ২০৩০ সালের মধ্যে বার্ষিক পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ করতে চায়।
অর্থাৎ বছরে দেশটিতে ৬ কোটি পর্যটক আশা করছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, পর্যটকরা যাতে বসন্তকালে চেরি ফুল বা শরতের রঙিন পাতা দেখার মৌসুমে কিছু নির্দিষ্ট জায়গায় ভীড় না করে, সেজন্য সারাদেশেই পর্যটন স্পট তৈরি করা হচ্ছে।
গত বছর জাপানে ভ্রমণ করেছেন পৌঁণে ৪ কোটি পর্যটক। ২০২৪ সালের কোন্ডে নেস্ট ট্রাভেলার ম্যাগাজিনের তালিকায়ও বিশ্বের সবচেয়ে প্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে জাপানের নাম ওঠে আসে।
তবে এতকিছুর পরও কিয়োটোসহ জাপানের বিভিন্ন শহরে স্থানীয়দের মধ্যে ভ্রমণবিরোধী প্রচারণা বাড়ছে।