ভুটানের লিগে ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২-০ গোলে জয়

RITUPORNA

একটি দুইটি নয় মোট ২২ গোল দিয়ে ভুটান নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের পারোর জয়। বুধবার তারা ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে হারিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন হয়েছেন ম্যাচ সেরা।

২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া করেছেন ১৯ গোল। এরমধ্যে সাবিনার গোলই ৭টি, ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার চারটি ও মনিকার গোল সংখ্যা দু’টি। প্রথমার্ধে সাবিনাদের দল পারো ১১-০ গোলে এগিয়ে ছিল।


এফসি’র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। ২২ গোলের খেলায় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি মিললো বাংলাদেশের ফুটবলারের হাতেই। চলতি লিগে সাবিনার গোল সংখ্যা বিশের অধিক।