৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত

bcs

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দিতে এই পরীক্ষা নেয়া হয়েছে।

এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।

২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন ছিল।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।