গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘শিগগিরই’

gaza casefire

ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিসহ গাজায় ইসরাইলি হামলায় একদিনে প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

গির্জায় হামলার ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজা যুদ্ধবিরতি শীঘ্রই একটি চুক্তিতে পৌঁছানে যাবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি, ১০ জন জীবিত জিম্মি এবং ১৮ জন মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর, ইসরাইলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় সহায়তা বৃদ্ধি।

এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইলের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে। তবে এই বিস্তারিত কিছু জানা যায়নি।

এছাড়া, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্খন করছে বলে যুক্তরাজ্যের ৯টি রাজনৈতিক দলের অন্তত ৮৪ জন এমপি অভিযোগ করেছে। এমনকি, ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতেও বিট্রিশ সরকারের প্রতি আহ্বান জানান তারা।