কামরুল হাসান, জবি প্রতিনিধি
ক্যাম্পাসে নিজেদের স্মৃতি ধরে রাখতে ১৯টি চারা লাগিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা।
গাছ ভালবেসে বৃহস্পতিবার বিকেলের ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীরা নিয়ে আসে বকুল, রক্ত করবি, জলপাই, তেতুল, কামরাঙ্গা ও আমলকীর চারা।
ফুল ও ফলের চারা লাগানোর এই উদ্যােগটি ছিল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন- সবুজ ক্যাম্পাস সংঘের।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উদ্ভিতবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী সাখাওয়াত হোসেন।
সবুজ ক্যাম্পাস সংঘ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিজেদের ব্যাচের স্মৃতির স্মারক হিসেবে তারা এই উদ্যােগ নিয়েছেন।
তাতে বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থী একটি করে চারা নিয়ে অংশ নেন।