বাংলাভাষীদের ‘ভারত ছাড়া করছে মোদি সরকার’, ক্ষোভ মমতার

কেউ বাংলায় কথা বললেই তাদের ভারত থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে, মোদি সরকারের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

গত কয়েক মাস ধরে ভারতের সীমান্তরক্ষীরা বিপুল মানুষকে প্রতিবেশী বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

তাদের দাবি, যাদের বের করে দেয়া হচ্ছে তারা বাংলাদেশ থেকে এসে পরিচয় লুকিয়ে ভারতে থাকছিলেন।

ভারত সরকারের এই তৎপরতায় বাংলাদেশের বাইরে ভারতের বিভিন্ন রাজ্যেও সমালোচনা চলছে।

ভারতীয় বাংলা ভাষী মুসলমানদের ভারত ছাড়া করার অভিযোগও ওঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে।

ভাষার ভিত্তিতে নিপীড়নের অভিযোগ নিয়ে বাঙালি অধ্যুষিত পশ্চিশবঙ্গের মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে আসছেন।

বৃহস্পতিবার মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে হয়রানি করা হচ্ছে।

বাংলাভাষী জনগোষ্ঠী যে এশিয়ার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি।

ক্ষুব্দ তৃণমূল সুপ্রিমো বলেন, শুধু বাংলাদেশি না, বাঙ্গালিদের রোহিঙ্গা বলেও হেনস্তা করা হচ্ছে।

১৯৭১ সালের মুজিব-ইন্দিরা চুক্তির সময় যেসব বাংলাদেশি উদ্বাস্তু পশ্চিমবঙ্গে ছিলেন- তারাও যে ভারতের নাগরিক, সেটিও মনে করিয়ে দেন মমতা।