মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নেপাল। চার ম্যাচে তিন জয়ে গোল ব্যবধানে টেবিলের শীর্ষে উঠেছে দলটি। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারানোয় বাংলাদেশেকে টপকিয়েছে তারা।
চার ম্যাচ শেষে তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট পেয়েছে নেপালের মেয়েরা। বাংলাদেশ এক ম্যাচ কম খেলেছে, তিন ম্যাচ খেলে তিন জয়ে আফঈদা খন্দকারের দলের পয়েন্টও ৯। নেপাল ২২ গোল দিয়ে হজম করেছে ৪টি। অন্যদিকে তিন ম্যাচে গোল দিয়ে বাংলাদেশও হজম করেছে ৪টি।
চ্যাম্পিয়নশিপে এগিয়ে যাওয়ার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ গোল করেছে নেপাল। ১৫ মিনিটে পূর্ণিমা রায় প্রথম গোল করেন, ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করেন কুসুম খাতিওয়াদা। এরপর ৪২ মিনিটে সারিতা কুমারি ও ৪৩ মিনিটে শ্রীলঙ্কার গাগানি সেলাপেরুমেজের আত্মঘাতী গোলে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় নেপাল।
বিরতির পর আরও ৩ গোল দিয়েছে নেপাল। ৭০ মিনিটে বিসারা চৌধুরী পেনাল্টিতে গোল দেয়ার পর ৭৭ ও ৮২ মিনিটে আরও দুই গোল করেন সামিখ্যা মাগার। এরপর ওই ব্যবধান রেখেই খেলা শেষ করতে পারে শ্রীলঙ্কা।