বাংলাদেশে হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। সবগুলো খেলা হওয়ার কথা বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক গ্রাউন্ডে। তবে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভেন্যু পরিবর্তন হয়ে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও ভুটান এবং নেপাল ও শ্রীলঙ্কার দুটি খেলা হবে বসুন্ধরা স্পোর্টস সিটির গ্রাউন্ড-২ এ। ম্যাচগুলোতে সাধারণ দর্শকদের ঢুকতে দেয়া হবে না।
সাংবাদিকদের জন্য অস্থায়ী প্রেস বক্স থাকবে। ম্যাচগুলোর সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরু হবে। বিশেষ পরিস্থিতিতে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।
গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর খেলা বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। বিরতির পর বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়েরা আবারও মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন। তবে এ সময় ম্যাচ কমিশনার আনসার আসিফ তাদের মাঠে নামতে মানা করেছিলেন।
মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ওই সিদ্ধান্ত ছিল আনসার আসিফের। পরে শান্তি মার্ডির হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তারা। এবারের আসর অনুযায়ী সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।