৫ আগস্ট ঘিরে পাকিস্তানে কি হচ্ছে?

আসছে ৫ আগস্ট ঘিরে সরগরম হয়ে ওঠেছে পাকিস্তানের রাজনীতি।

দিনটিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই)।

পিটিআই নেতারা বলছেন, কারাবন্দী ইমরান খানকে মুক্ত করাই তাদের কর্মসূচির একমাত্র লক্ষ্য।

‘প্রোটেস্ট র্যালী’ কর্মসূচি নিয়ে রাজধানীতে যাতে কেউ ঢুকতে না পারে, সেজন্য রণকৌশল সাজাচ্ছে সরকারি দলগুলো।

ফলে দুই সপ্তাহ পর দেশটি আরেকটি প্রাণঘাতি রাজনৈতিক লড়াই দেখতে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এর আগে গেল নভেম্বরে ইসলামাবাদে ‘ফাইনাল কল’ কর্মসূচি ডেকেছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

সহিংস সেই কর্মসূচিতে নিহত হয়েছিলেন ৪ নিরাপত্তা রক্ষীসহ ৬ জন। আটক করা হয়েছিল ইমরান খানের হাজারের বেশি সমর্থককে।

২০২৩ সালের ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করা হয়। ২ বছর ধরে তিনি কারাগারেই আছেন।

দলের প্রতিষ্ঠাতার বন্দীদশার ২ বছর পূর্তিতে দেশজুড়ে প্রতিরোধ কর্মসূচিকে বাঁচা-মরার লড়াই বলছে পিটিআই।

পাকিস্তানের বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে ইমরান খানকে মুক্ত করতে সর্বশক্তি প্রয়োগের ডাক দিয়েছেন দলটির শীর্ষ নেতা আলি আমিন গান্ধাপুর।

কর্মসূচিতে ইমরান খানের পুরো পরিবার, এমনকি যুক্তরাজ্যে থাকা তার ছেলেরও অংশ নেয়ার কথা রয়েছে।

তবে পিটিআই এমন সময়ে কর্মসূচি ডেকেছে, যখন সরকারি বাহিনীর দমন-পীড়নে দলটি দুর্বল অবস্থানে রয়েছে।

এছাড়া ইমরান খানের অবর্তমানে পিটিআইয়ের শীর্ষ নেতৃত্বও বিভক্ত হয়ে পড়েছে। ৫ আগস্টের কর্মসূচি নিয়েও দলটির নীতি-নির্ধারকদের মধ্যে মতবিরোধ রয়েছে।

এই বিভক্ত কাটিয়ে পিটিআই প্রতিরোধ কর্মসূচিতে সমর্থকদের কতটা টানতে পারবে, তাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে সরকার দলীয় নেতারা পিটিআইয়ের বিরুদ্ধে সহিংস কর্মসূচির অভিযোগ আনছেন।

তারা বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচির অধিকার থাকলেও সহিংসতা চালালে পিটিআইকে কঠোরভাবে দমন করা হবে।

ইতোমধ্যে এই কর্মসূচি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৈঠক করেছেন।

বৈঠক থেকে রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে শান্তি নষ্ট করতে দেয়া হবে না- এমন বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধান দুটি রাজনৈতিক দলের এই নেতারা।

সরকারি সূত্রগুলো বলছে, পিটিআইয়ের কর্মসূচি রাজধানীতে আসার আগেই যে কোন মূল্যে তা ঠেকানোর বার্তাও সরকারি বাহিনী ও সরকার সমর্থকরা দেয়া হয়েছে।