বাংলাদেশে ৩ মাসের লড়াইয়ে জুলাই আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের জুলাই আন্দোলন নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি বলেছেন, “দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনই রূপ নিয়েছে গণঅভ্যুত্থানে।”
দক্ষিণ এশিয়ার দেশটিতে গেল বছরের জুলাইয়ে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। যা একপর্যায়ে আগস্টে গিয়ে আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের ক্ষমতার পতন ঘটনায়।
এর পর প্রায় ১ বছর হতে চললেও বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
বিএনপি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করে আসলেও কয়েকটি রাজনৈতিক দল দ্রুত ভোটগ্রহণের বিরুদ্ধে অবস্থান জানিয়ে আসছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এসবের সমালোচনা করে বলেন, মিথ্যা অপপ্রচার চালিয়ে, বিএনপিকে ছোট করে- নির্বাচনকে দীর্ঘায়িত ও বানচাল করার নীলনকশা শুরু হয়েছে।
‘এই অপশক্তির বিরুদ্ধে’ সকল ছাত্র সংগঠনকে আবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন তিনি।