বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে।

সোমবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন, কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সাগরে অবস্থান করা নৌযান ও ট্রলারকে উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।