কার্লোস আলকারাজের জয়যাত্রা থামিয়ে প্রথমবার উইম্বলডন ট্রফি জিতলেন ইয়ানিক সিনার।
প্রথম সেটে পিছিয়ে পড়েও পরের ৩ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ঘাসের কোর্টের ট্রফি নিজের করে নিলেন বিশ্বের নাম্বার ওয়ান।
৩ ঘণ্টা ৪ মিনিটের দ্বৈরথে ইতালিয়ান তারকা সিনার ফাইনাল জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে।
এর মাধ্যমে আলকারাজের কাছে কিছুদিন আগের ফ্রেঞ্চ ওপেনের হতাশাজনক হারের জবাবও দিলেন সিনার।
এর আগে ৫ বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠে প্রতিবারই ট্রফি জিতেছিলেন আলকারাজ।
এবারই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হতাশ হতে হলো তাকে।
গত দুই বারই উইম্বলডন জিতেছিলেন আলকারাজ, সিনারের কাছে হেরে হ্যাট্টট্রিক বঞ্চিত হলেন এই স্প্যানিয়ার্ড।
আর সিনারের এটি ৩য় গ্র্যান্ড স্ল্যাম জয়। এর আগে তিনি অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জিতেছেন।
সিনারই প্রথম কোন ইতালীয়, যিনি উইম্বলডন জয় করেছেন।