ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত খেলা পিএসজি ভক্তদের হতাশ করেছে ফাইনাল পরীক্ষায়।
খেলায় দাপট দেখালেও গোলের লড়াইয়ে চেলসির সামনে ভেঙে পড়েছে ফরাসি দুর্গ।
তাতে সহজেই ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতেছে লুইস এনরিকের দল।
পিএসজি নকআউট পর্বে বড় জয় নিয়ে নিজেদের শিরোপার যোগ্য দাবিদার করে তুলেছিল।
মেসির মায়ামিকে ৪-০ গোলে হারানোর পর ৯ জনের পিএসজি বায়ার্নকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছিল ২-০ ব্যবধানে।
আর সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দেয় ফ্রান্সের ক্লাবটি।
পিএসজির এমন পারফরম্যান্স জমজমাট ফাইনালের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ভালো খেললেও শিরোপা ছোঁয়া হয়নি হাকিমি-দেম্বেলেদের।
ম্যাচের ২২ মিনিটে চেলসির হয়ে গোলমুখ খুলেন পামার, ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন এই ব্রিটিশ তারকা।
৪৩ মিনিটে ম্যাচের শেষ গোলটি করে ব্যবধান ৩-০ করেন চেলসির পেদ্রো।
এরপর পিএসজি বারবার আক্রমণ করলে গোলের দেখা পায়নি।
ম্যাচের পরিসংখ্যান বলছে, ৬৭ শতাংশ সময়ই বল দখলে রেখেছিল পিএসজি। ৬ বার লক্ষ্যে শট করলেও বল জালে জড়াতে পারেনি দলটি।
উল্টো ৮৫ মিনিটি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে হয় নেভাসকে।
আর মহারণ জিতে উৎসব সঙ্গী করে মাঠ ছেড়েছে চেলসি।