মিটফোর্ড হত্যাকাণ্ড: বিচারিক কমিশনের নির্দেশনা চেয়ে রিট

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

গত বুধবার ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর থেঁতলে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

রোববার আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট করে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়েছেন।

আগামীকাল সোমবার এই রিটের উপর শুনানি হতে পারে।