কক্সবাজারে হিমছড়িতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসানের চারদিনেও সন্ধান মেলেনি।
তাকে উদ্ধারে এবার ড্রোন নিয়ে অভিযানে নেমেছে বিমানবাহিনীর সদস্যরা। এর পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরাও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।
গত মঙ্গলবার সকাল ৭টায় অরিত্র হাসানসহ তার আরও দুই সহপাঠী সাগরে ভেসে যায়। এদের মধ্যে কে এম সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের মরদেহ পাওয়া যায়।
৩ জনই চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র।