দিয়েগো জোতার জার্সি তুলে রাখছে লিভারপুল

পর্তুগিজ তারকা দিয়েগো জোতার ২০ নম্বর জার্সি স্থায়ীভাবে তুলে রাখতে যাচ্ছে লিভারপুল।

ইংলিশ ক্লাবটির হয়ে আর কোন ফুটবলার ২০ নম্বর জার্সিতে মাঠে নামবেন না।

গত ৩ জুলাই স্পেনে ভাইয়ের সঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা যান জোতা।

২৮ বছরের জোতার শেষ প্রায় ৬ বছর কেটেছে লিভারপুলে। অ্যালফিল্ডে ২০ নম্বর জার্সিতেই মাঠ মাতাতেন এই তারকা।

তাকে স্মৃতিতে ধরে রাখতেই অল রেডরা তাদের কোন দলেই আর ২০ নম্বর জার্সি রাখছে না।

জোতার স্ত্রী রুট এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল।

ক্লাবটি বলছে, জোতার জার্সিটি লিভারপুলের চিরন্তন স্মারক হিসেবে তোলা থাকবে, যাতে সমর্থকরা তাকে ভুলে না যায়।

লিভারপুলের এক বিবৃতিতে বলেছে, দিয়েগো জোতা চিরকাল ক্লাবের ২০ নম্বর খেলোয়াড় হিসেবে স্মৃতিতে থাকবেন।

শুক্রবার পরিবার এবং লিভারপুলের খেলোয়াড়দের জোতার প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে।