শুরুতে বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও ধীরে ধীরে দর্শকদের মন জয় করছে ‘সিতারে জমিন পর’।
ফলে আয়ের অঙ্কও বাড়ছে হাসি-কান্নায় মাখানো চলচ্চিত্রটির।
আমির খান অভিনীত ভারতীয় চলচ্চিত্রটির আয় ১৭৯ কোটি রুপী ছাড়িয়ে গেছে।
ভারতের বাইরের হিসাব মিলিয়ে ধারণা করা হচ্ছে মুক্তির তৃতীয় সপ্তাহ শেষে প্রায় ২০০ কোটি রুপী আয় করেছে আমির খানের সিতারে জমিন পর।
গত ২০ জুন মুক্তি পায় আমিরের নতুন চলচ্চিত্রটি।
ভারতের চলচ্চিত্র পর্যবেক্ষকরা বলছেন, আমির খান, জেনেলিয়া ডি সুজাদের অভিনয় ভাল লাগায় প্রকৃত চলচ্চিত্রপ্রেমীরা সিতারে জমিন পর দেখতে আসছেন।
দেড় যুগ আগে তৈরি আমির খানের তারে জমিন পর এর সিকুয়েল সিতারে জমিন পর।
প্রতিবন্ধী বাস্কেটবল খেলোয়াড়দের গল্প ঘিরে এটি বানানো হয়েছে স্প্যানিশ চলচ্চিত্রের অনুকরণে।