উদ্বোধনী ম্যাচে উড়ন্ত সূচনার পরদিনই ব্যর্থতা দেখলেন সাকিব আল হাসান।
তার সাদামাটা পারফরম্যান্সের দিন জয়ের দেখা পায় নি দুবাই ক্যাপিটালসও।
গায়ানায় হুবার্ট হ্যারিক্যানসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল।
গ্লোবাল সুপার লীগের তৃতীয় ম্যাচে দুবাই ক্যাপিটালস শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তুলে।
ব্যাট হাতে এক ছক্কায় ১০ বলে ৭ রান করে আউট হন সাকিব আল হাসান। আফগান মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।
১৪২ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে ১৭ ওভারেই পেরিয়ে যায় হুবার্ট হ্যারিকেনস।
৪ ওভার বল করে কোন উইকেট পাননি সাকিব আল হাসান, দিয়েছেন ৩৪ রান।