ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দুবাই ক্যাপিটালস

Sakib al hasan

উদ্বোধনী ম্যাচে উড়ন্ত সূচনার পরদিনই ব্যর্থতা দেখলেন সাকিব আল হাসান।

তার সাদামাটা পারফরম্যান্সের দিন জয়ের দেখা পায় নি দুবাই ক্যাপিটালসও।

গায়ানায় হুবার্ট হ্যারিক্যানসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল।

গ্লোবাল সুপার লীগের তৃতীয় ম্যাচে দুবাই ক্যাপিটালস শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তুলে।

ব্যাট হাতে এক ছক্কায় ১০ বলে ৭ রান করে আউট হন সাকিব আল হাসান। আফগান মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।

১৪২ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে ১৭ ওভারেই পেরিয়ে যায় হুবার্ট হ্যারিকেনস।

৪ ওভার বল করে কোন উইকেট পাননি সাকিব আল হাসান, দিয়েছেন ৩৪ রান।