পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা নয় বাস যাত্রীকে অপহরণের পর হত্যা করেছে।
এ ঘটনায় প্রতিবেশী ভারতের দিকে অভিযোগের তীর তুলেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের এই অঞ্চলটিতে স্বাধীনতাকামী সশস্ত্র দলগুলো বহু বছর ধরে সক্রিয় রয়েছে।
আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটছে।
শুক্রবার বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বাস থেকে যাত্রীদের অপহরণ করে দুর্বৃত্তরা।
কর্তৃপক্ষ বলছে, বাসটি বেলুচিস্তান থেকে পাঞ্জাবের মধ্য অঞ্চলে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে পাঞ্জাবি জাতিয়তার কারণে যাত্রীদের লক্ষ্যবস্তু করা হয়েছিলো।
দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাহাড়ে গুলিবিদ্ধ নিহতদের মৃতদেহ পাওয়া গেছে।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিন্দা জানিয়েছেন।
নিরপরাধ মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, নিরীহ নাগরিকদের হত্যা ভারত-নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের দ্বারা সন্ত্রাসবাদের একটি প্রকাশ্য কাজ।
শেহবাজের বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।