পশ্চিমবঙ্গের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে নয়াদিল্লি, অভিযোগ আদালতে

সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিককেই বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল নয়াদিল্লি- এমন চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে এক মামলার প্রেক্ষিতে।

কলকাতা হাই কোর্টে মামলাটির শুনানি চলছে।

ভারতের বাংলা গণমাধ্যম আনন্দবাজার শুক্রবার এই তথ্য দিয়েছে।

বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম তথ্যটি স্বাধীন ভাবে যাচাই করতে পারে নি।

গত কয়েক মাস ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিপুল সংখ্যক মানুষকে প্রতিবেশী বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

ভারত সরকারের দাবি, তাদেরকেই সীমান্তে পাঠানো হয়েছে- যারা বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন।

তবে নয়াদিল্লির এই তৎপরতা দুই দেশের রাজনীতিতেই ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

অবৈধ বাংলাদেশির নামে ভারতীয় বাঙালি মুসলমানদের দেশ ছাড়া করার অভিযোগও তুলেন অনেকে।

এর মধ্যে কলকাতা হাই কোর্টের মামলাটি ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে ঠেলে দিল।

মামলার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে আটক করা হয় দিল্লি থেকে।

এরপর বাংলাদেশি পরিচয়ে তাকে পরিবারসহ বের করে দেয়া হয় নিজের দেশ থেকে।

কলকাতা হাই কোর্টে বাদী পক্ষের আইনজীবী দাবি করেছেন, ঐ শ্রমিক ও তার স্ত্রীর সঙ্গে ৮ বছরের শিশু সন্তানকেও দেশ ছাড়া করা হয়েছে।