বাংলাদেশের দুর্দিনে সাকিবের উড়ন্ত সূচনা

Sakib al hasan

বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দিনে দারুণ সূচনা করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে বাংলাদেশ প্রথম টি-টুয়েন্টিতে বড় হারে মাঠ ছেড়েছে, সেখানে একইদিন গ্লোবাল সুপার লিগে জমজমাট পারফরমেন্স করেছেন সাকিব।

দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৫৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিবের দুবাই ক্যাপিটালস।

সাকিবের ৩৭ বলে অপরাজিত ৫৮ রানে ভর করে ১৬৫ রানের পুঁজি পায় দুবাই ক্যাপিটালস।

জবাবে সেন্ট্রাল স্ট্যাগস ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে।

প্রথম ওভারেই সাকিব নেন ২ উইকেট। পরে ৪ ওভারে ১৩ রান ও ১ মেডেন ওভার দিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট।

শেষমেষ, ২২ রানে জয় পায় সাকিবের দুবাই ক্যাপিটালস।