Bd vs Sl: বড় পরাজয়ে টি-২০ সিরিজ শুরু টাইগারদের

শ্রীলংকা সফরে হতাশাজনক পারফরম্যান্স থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টাইগারদের টি-২০ সিরিজও শুরু হয়েছে বড় পরাজয়ে।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল।

পাল্লেকেলেতে টসে জিতে টাইগারদের ব্যাট করতে পাঠিয়েছিল লংকানরা।

ইমন, নাঈম, মিরাজরা রান পেলেও ইনিংস লম্বা করতে পারেননি।

২২ বলে সর্বোচ্চ ৩৮ রান এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে।

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখেন লংকান ব্যাটাররা।

ম্যাচ ১৯তম ওভারে গড়ালেও ঘরের মাঠে বড় জয় পেতে বেগ পেতে হয়নি তাদের। ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলংকা।

ম্যাচ সেরা কুশাল মেন্ডিস খেলেছেন ৫১ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস।