৮৭ মিনিটের খেলা চলে, প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে ম্যাচের চতুর্থ ও নিজের প্রথম গোল করেন পর্তুগালের গঞ্জালো রামোস।
গোল করেই মাঠের এক কোনায় বসে পর্তুগাল ও লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোতার ভঙ্গিতে উদযাপন করলেন রামোস।
বারবার আকাশের দিকে হাত উচু করে স্মরণ করলেন সতীর্থ জোতাকে। মনে করালেন সতীর্থ তাদের ছেড়ে গেলেও ভুলে যাননি তাকে।
তবে এমন ম্যাচ বারবার ভুলে যেতে চাইবে রেকর্ড পাঁচবারের ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
ক্লাব বিশ্বকাপ ফুটবলে এমন এক ম্যাচ হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে।
এ ম্যাচে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে পাত্তাই পায়নি। ৪-০ গোলের বড় ব্যবধানে হারের সাথে আসর থেকে বিদায় নিতে হয়েছে জাভি আলোনসোর দলকে।
যানজটের কারণে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইন দেরিতে মাঠে পৌছায়। ফলে নির্ধারিত সময়ের খেলা শুরু হয় ১০ মিনিট দেরিতে।
তবে ম্যাচে গোল করতে খুব একটা দেরি করেনি ফরাসি জায়ান্টরা। ৬ মিনিটেই প্রথম গোল করার পর ২৪ মিনিটে আরেকটি গোল করে জোড়া গোলে নাম লেখান ফ্যাবিয়ান রুইজ।
একটি করে গোল করেন উসমানে ডেম্বেলে এবং গঞ্জালো রামোস।
ম্যাচে ডেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট; রিয়ালের রক্ষণকে বারবার ভাঙার চেষ্টা করেছেন, নবম মিনিটে সফলও হয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদকে এর আগে এমন নাকানিচুবানি দিয়েছিল স্বদেশি ক্লাব বার্সেলোনা। বছরের শুরুতে প্রথমবার বড় ব্যবধানে হেরেছিল রিয়াল।
সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টিং সিটিতে হওয়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল।
সেখান থেকেই শুরু, এরপর এ মৌসুমে আর বার্সেলোনার বিপক্ষে জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা।
এরপর কোপা ডেল রের ফাইনাল। সেখানেও রিয়ালকে পাত্তা দেয়নি বার্সেলোনা।
স্পেনে হওয়া ওই ফাইনালে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা।
নাটকীয় ম্যাচে নির্ধারিত সময় শেষে ২-২ গোলের পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে জয়সূচক গোল করেন জুলস কুন্ডে, ৩-২ গোলের জয়ে শিরোপার আনন্দে মেতেছিল রিয়ালের চীরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
কোপা ডেল রে ফাইনালের পর আরেকটি এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হয়েছিল বার্সা ও রিয়াল। ওই ম্যাচেও ৪ গোল হজম করেছিল এমবাপে ভিনিসিয়াস জুনিয়রেরা।
যদিও ম্যাচের ব্যবধান ছিল ৪-৩ গোলের এবং হ্যাটট্রিক করেছিলেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। তবে ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি তারা, হেরে লা-লিগার শিরোপার দৌড় থেকেও ছিটকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।
সমর্থকদের আশা ছিল ক্লাব বিশ্বকাপে হয়তো এ মৌসুমের প্রথম শিরোপা ছুঁয়ে দেখতে পারে রিয়াল। তবে সেখানে বাধ সাধলো প্যারিস সেইন্ট জার্মেইন। সেমিফাইনালে তাদের বিদায় করে ফাইনালে পৌঁছে গেল ফরাসি জায়ান্টরা।