বাংলাদেশের ফুটবলে একটু সুবাতাস বইলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বরং এক ধাপ পিছিয়েছে হামজা চৌধুরীরা।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার পুরুষ দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে।
তাতে বাংলাদেশ দলের অবস্থান ১৮৩ থেকে ১৮৪তে নেমেছে।
হামজা চৌধুরীর মত বাইরের দেশে খেলা কয়েকজন বিদেশী প্লেয়ারকে দলে নেয়ার পর বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে আশা দেখতে শুরু করেছেন সমর্থকরা।
এর মধ্যেই দলটির পিছিয়ে পড়ার খবর এলো।
বাংলাদেশ চলতি বছরের জুনে দু’টি ম্যাচ খেলেছিল। এর মধ্যে ভুটানকে ২-০ গোলে হারিয়ে দেয় হামজা-জামালরা।
পরবর্তীতে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে ১-২ গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। এ ম্যাচটি জিতলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল পুরুষ ফুটবল দলের।
প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
এরপর যথাক্রমে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
উয়েফা নেশন্স কাপে শিরোপাজয়ী পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয়ে ওঠেছে, আর সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগে থেকেই আটে ছিল বেলজিয়াম।
এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশ নম্বরে উঠে এসেছে জার্মানি ও ক্রোয়েশিয়া।