বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।
এবারের পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।
গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
ফলাফল খারাপ হওয়ার জন্য গণিতে পিছিয়ে পড়ার কথা বলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার দুপুর ২টায় এ বছরের ফল প্রকাশ করা হয়, তবে এবার ফলাফল প্রকাশ উপলক্ষে কোন আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদা ফল প্রকাশ করছে।
১১টি বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৭.৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৭০৬৮ জন।
রাজশাহীতের পাসের হার ৭৭.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লায় পাসের হার ৬৩.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন।
যশোরে পাসের হার ৭৩.৬৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন, চট্টগ্রামে পাসের হার ৭২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন।
বরিশালে পাসের হার ৫৬.৩৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন, সিলেটে পাসের হার ৬৮.৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।
দিনাজপুরে পাসের হার ৬৭.০৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন, ময়মনসিংহে পাসের হার ৫৮.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন।
এছাড়া মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৬৮.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন, কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠান ৯৮৪টি আর ১৩৪টি প্রতিষ্ঠানের কেউই পাস করেনি।
ম্যাসেজের মাধ্যমে যে কোন মোবাইল থেকে এসএসসি, দাখিল ও কারিগরির রেজাল্ট জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ssc result দেখার নিয়ম
এসএমএসে এসএসসি পরীক্ষার ফল পেতে মোবাইল ফোনে যে কোন সিম থেকে ম্যাসেজ করা যাবে।
ম্যাসেজে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। তারপর পরীক্ষার বছর ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
এরপর ফিরতি ম্যাসেজে এসএসসি পরীক্ষার ফল চলে আসবে।
এসএমএসে ঢাকা বোর্ডের ফল দেখার নিয়ম– SSC DHA ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
এসএমএসে বরিশাল বোর্ডের ফল জানার উপায়- SSC BAR ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
চট্টগ্রাম বোর্ডের ফল এসএমএসে যেভাবে জানবেন– SSC CHI ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
এসএমএসে কুমিল্লা বোর্ডের ফল দেখতে- SSC COM ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
দিনাজপুর বোর্ডের ফলাফল এসএমএসে জানতে– SSC DIN ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
এসএমএসে যশোর বোর্ডের ফল দেখতে- SSC JES ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
এসএমএসে রাজশাহী বোর্ডের রেজাল্ট পেতে– SSC RAJ ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
সিলেট বোর্ডের এসএসসির ফল এসএমএসে জানতে- SSC SYL ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
এসএমএসে ময়মনসিংহ বোর্ডের এসএসসির রেজাল্ট জানার নিয়ম– SSC MYM ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার রেজাল্ট জানার নিয়ম
দাখিল পরীক্ষার ফল জানতে এসএমএসে গিয়ে DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর MAD লিখতে হবে।
এরপর স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ২০২৫ লিখতে হবে।
এরপর এসএমএস পাঠাতে হবে 16222 নম্বরে। তাহলে ফিরতি ম্যাসেজে ফল পেয়ে যাবেন।
এসএমএসে মাদ্রাসা বোর্ডের ফল দেখতে– Dakhil MAD ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।
কারিগরী বোর্ডের ফল দেখার নিয়ম
এসএমএসে কারিগরি পরীক্ষার ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর TEC লিখতে হবে।
এরপর স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ২০২৫ লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
এসএমএসে কারিগরি বোর্ডের ফল দেখতে– SSC TEC ROLL 2025 লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ করুন।