প্রিয়জনের সঙ্গে ছবি তুলতে ৬ ঘণ্টা গাড়ি চালালো ২ কিশোরী

বয়সটা মাত্র ১৪ বছর। বয়সের সংখ্যাটা ছোট হলেও দক্ষতা প্রদর্শনে সিদ্ধহস্ত তিনি। তাই তো এই অল্প বয়সেও ভক্তদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তিনি।

দেশের বাইরেও যেনো তার ছাপ রাখছেন। কেননা তাকে সরাসরি দেখতে ও তার সাথে ছবি তুলতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে এসেছে দুই কিশোরী।

এরইমধ্যে ১৪ বছর বয়সী ওই ছেলের নাম আন্দাজ করে ফেলেছেন অনেকেই। তিনি হলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোযাড় বৈভব সূর্যবংশী।

রাজস্থান রয়্যালসের হয়ে ২০২৫ সালের আইপিএল উত্তপ্ত করে তোলার পর, এই হার্ডহিটার ব্যাটসম্যান ইংল্যান্ডেও ব্যাট হাতে তার দক্ষতা প্রদর্শন করে চলেছেন।

আর ইংল্যান্ডেই ঘটছে এমন ঘটনা। যেখানে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ ব্যাট করছেন।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চতুর্থ যুব ওয়ানডেতে, বৈভব মাত্র ৫২ বলে তার সেঞ্চুরি পূর্ণ করে ১৪৩ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। যা এই ফরমাটে যেকোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি।

তাই সূর্যবংশীর কীর্তি এতটাই যে, কিশোর প্রতিভাবান এই খেলোয়াড়কে এক ঝলক দেখার জন্য ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা গাড়ি চালাতে দ্বিধা করেননি।

জানা গেছে, ওই দুই কিশোরীর নাম অনায়া এবং রিভা।

পরে অবশ্য ভক্তদের আবদার রাখেন বৈভব। রাজস্থান রয়্যালসের জার্সি পড়া ওই দুই কিশোরীর মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলেন তিনি।

একসাথে ফ্রেমে বন্দি হওয়ার এই ছবি রাজস্থান রয়্যালস তাদের এক্সেও পোস্ট করে।