রুশ হামলায় ইউক্রেনে ২ জন নিহত

russia ukraine war

রাশিয়ার হামলায় ইউক্রেনে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৩ জন।

রাতে ইউক্রেনের ৬টি শহরে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।

কিয়েভ জানিয়েছে, আবাসিক-অনাবাসিক স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাশিয়া ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে।

এর সমালোচনায় মঙ্গলবার রাশিয়ায় বোমা মারার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে মস্কো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই ছিল আকাশপথে সবচেয়ে বড় হামলা।

এর ফলে যুদ্ধবিরতির আর কোন আশা দেখছেন না সমর বিশ্লেষকরা।

তাদের ধারণা, রুশ-ইউক্রেন যুদ্ধ আরও প্রাণঘাতি ও দীর্ঘমেয়াদি হতে চলেছে।