PSg vs Real Madrid: রিয়ালের জালে পিএসজির গোল উৎসব

Goal: Psg 4 vs real Madrid o

জমজমাট ম্যাচের আশায় রাত জাগা সমর্থকদের হতাশ করেছে রিয়াল মাদ্রিদ।

ফিফা ক্লাব কাপের সেমিফাইনালে পিএসজির আক্রমণ ভাগের সামনে দাঁড়াতেই পারে নি রিয়ালের রক্ষণ।

ফলে ইউরোপের সেরা দুই ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াই পরিণত হয় একপেশে গোল প্রদর্শনীর মঞ্চে।

তাতে ৪-০ গোলের দাপুটে জয় নিয়ে ফাইনালে ওঠেছে পিএসজি।

ম্যাচের শুরুতেই রিয়ালের রক্ষণভাগ তছনছ করে গোলবার ভেদ করার খেলায় এগিয়ে যায় পিএসজি।

ফ্রান্সের ক্লাবটি প্রথমার্ধ্বের ৬ মিনিটেই স্প্যনিশ ফাবিয়ান রইজের গোলে বার্তা দেয় রিয়ালকে।

নিজের দেশের ক্লাবের বিরুদ্ধে রুইজ নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান ২৪ মিনিটে।

এর আগে ৯ মিনিটে রিয়ালের জালে বল জড়ান ওসমান দেম্বেলে।

সবমিলিয়ে ম্যাচের ২৪ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচের চালকের আসনে বসে গেছে পিএসজি।

ফরাসি ক্লাবটির বিরুদ্ধে কোন গোল শোধ না করেই প্রথমার্ধ্বে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

গোলের পরিসংখ্যানের মত মাঠের লড়াইয়ে কার্যত নিজেদের ছায়া হয়ে ছিলেন এমবাপ্পেরা।

ছন্নছাড়া ফুটবলে রিয়াল বলের দখল নিতে পেরেছে সামান্যই। প্রথমার্ধ্বে এমবাপ্পেদের পায়ে বল ছিল ২৫ শতাংশেরও কম সময়।

দলটি লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র ১ বার। যেখানে পিএসজি ৬টি টার্গেট শট নিয়ে ৩ টি গোল আদায় করে নিয়েছে।

দ্বিতীয়ার্ধেও সফলতার মুখ দেখেনি রিয়াল। উল্টো গোল খেয়ে ব্যবধান বাঁড়িয়েছে।

ম্যাচের ৮৭ মিনিটে রামোসের গোলে পিএসজি ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করে।