গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দুই দফা বৈঠক

Irael-Gaza Trump

গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ১0৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩০ জন। নিহতদের মধ্যে ৮জন ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মরদেহ এখনো ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে।

হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে গাজা যুদ্ধবিরতি নিয়ে দুই বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, যুদ্ধবিরতি নিয়ে কার্যকর সিদ্ধান্ত আসেনি।

এদিকে, কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চলছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পারমাণবিক ইস্যুতে আগামী সপ্তাহে নরওয়ের অসলোতে মার্কিন-ইরান আলোচনা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা কূটনীতিতে আগ্রহী। তবে নতুন আলোচনা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।