ভারতের গুজরাটে ৪০ বছরের পুরনো একটি সেতু ভেঙে গাড়ী নদীতে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন ৬ জন। সকালে এই দুর্ঘটনা ঘটে।
সেতুর স্প্যান ভেঙে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল মহিসাগর নদীতে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে গুজরাট সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।